আল্লাহর পথে হেদায়াতের জন্য কাজ করছে চম্পকলতাবাসী

- আপডেট সময় : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ৩৮৬ বার পড়া হয়েছে
জসিম উদ্দিনঃ জুড়ী,(মৌলভীবাজার)
“চলো একসাথে মসজিদে যাই, ফজরের নামাজ জামায়াতে আদায় করি ভাই” এই স্লোগানকে সামনে রেখে ফজরের নামাজ জামায়াতে আদায়ের একটা প্রতিযোগিতা মূলক উদ্যোগ গ্রহন করেছিল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চম্পকলতা গ্রামের কতিপয় যুবক হাঃ মাহিদ, আহমদ আলী, হাঃ জাকির হুসাইন ও রেদোয়ান আহমদ সহ এলাকাবাসী।
গত ২৩ ডিসেম্বর শুক্রবার টানা ৪০ (চল্লিশ) দিন জামায়াতে ফজরের নামাজ আদায়কারীদের মধ্যে পাঞ্জাবি, আতর, ইসলামিক বই ও মিছওয়াক তুলে দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং জায়ফরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাবঃ হাজী মাছুম রেজা। উপস্থিত ছিলেন আব্দুস সত্তার আলী, মাওঃ মোঃ জহির উদ্দিন
খতিব/ইমাম চম্পকলতা জামে মসজিদ, মাওলানা ইসরাফিল হোসাইন, আলেমান খা, ফয়াজ উদ্দিন, বাটুল মিয়া, নজির আলী, ফারুক মিয়া, জনাবঃ মোঃ নজরুল ইসলাম স্যার ও মাওলানা মোঃ দেলোয়ার হোসেন সহ আরও অনেক।
সার্বিক সহযোগিতায় কাজ করছে চম্পকলতা এলাকাবাসী।