ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে ফুল দিয়ে হাউজিং প্রভাতী গ্রুপ সদস্যদের বরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৪৭০ বার পড়া হয়েছে
শুভ সাহাঃ বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলে ইংরেজী নববর্ষ বরণ উপলক্ষে হাউজিং প্রভাতী গ্রুপ এর সকল সদস্যদের বছরের প্রথম দিনে বরণ করে নিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
অাজ রবিবার হাউজিং প্রভাতী গ্রুপ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় হাউজিং প্রভাতী গ্রুপ এর সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম ড্রিগ্রি কলেজের অধ্যক্ষ মো.লুৎফর রহমান,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা,সাধারণ সম্পাদক হেলাল ফকির,অ্যাডভোকেট শাহজাহান,অ্যাডভোকেট ওয়ারেস আলী নান্নু, মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো.আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস এম জামিল মিয়া, আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, টাঙ্গাইল সাধারণ ব্যবসয়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. লুৎফর রহমান, মাসুদুর রহমান সোনা, খন্দকার জাহিদসহ অন্যান্য সদস্যরা।
প্রচন্ড শীতের সকালে ঘনকোয়াশার মাঝে হাঁটতে আসা সকল সদস্যদের সভাপতি মহাদয় ধন্যবাদ জ্ঞাপন করে ২০২৩ সাল যেন সকলের জন্য ভাল হয় এবং পাশাপাশি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশায় সেই শুভ কামনা করেন।
এ সময় অারোও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দগন।