উখিয়া থানাধীন বালুখালীতে ৩০,০০০ পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫

- আপডেট সময় : ০৪:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৪২৪ বার পড়া হয়েছে
র্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল অদ্য ০৪/১১/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ্ এর সামনে পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার বিধি মোতাবেক দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকার নাম মরিজান (২৪)(এফডিএমএন), পিতা-মৃত কবির আহমেদ, মাতা-মৃত কুলসুমা খাতুন, সাং-বালুখালী, ক্যাম্প নং-১০, ব্লক জি-২৬, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।