শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
কবিতা :- বিজয় দিবস

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ৪১১ বার পড়া হয়েছে
কবিতা :- বিজয় দিবস
কবি প্রদীপ হালদার
বাংলা মায়ের দামাল ছেলেরা
বঙ্গবন্ধুর ডাকে,
বীরের বেশে অস্ত্র হাতে
যুদ্ধের ছবি আঁকে।।
নয় মাস যুদ্ধ করে
বিজয় এলো ষোল ডিসেম্বর,
বীর বাঙালি বীরের বেশে
ফিরলো মায়ের ঘর।
লক্ষ মায়ের অশ্রু হতে
ঝরছে চোখের জল,
রক্ত দিয়ে অর্জিত বিজয়
যায়নি আজ বিফল।
একাত্তর এর সেই রক্ত মাখা
ডিসেম্বর মনে করে,
কত মা করছে আহাজারি
তাদের সন্তান ফেরেনি ঘরে।
লাল সবুজের পতাকার জন্য
কত জীবন হয়েছে শেষ,
সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস
পেয়েছি সোনার বাংলাদেশ।
স্মৃতি ঘেরা নিশান ঐ
নীল আকাশে উড়ে,
বীর বাঙালি ছিনিয়ে এনেছে
একাত্তরের ডিসেম্বরে।
বাংলার ভুমে ঘাপটি মেরে
ছিলো যত রাজাকার,
আজও তারা দেশের ক্ষতি
করছে বারবার।
পাক বাহিনীর নির্যাতনে
হারিয়েছে কত সন্তান,কত ঘর,
রক্ত দিয়ে কেনা বিজয়
আজকের ষোল ডিসেম্বর।
দেশ মাতা’কে মুক্ত করতে
দিয়েছেন যারা প্রাণ,
শহীদ খেতাব পেল তাঁরা
আজও গাহি তাদের গান।
-: সমাপ্ত :-