কবিতা- “”মা আমার স্বর্গ””

- আপডেট সময় : ০৪:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ৪০৭ বার পড়া হয়েছে
“”মা আমার স্বর্গ””
কবি:মোঃ সালাউদ্দিন সুজন
রিপোর্টারঃআবু তালেব
মাগো তোমার পায়ের নিচে আমার বেহেস্ত খানি।
হাদিস কোরআনে লেখা আছে আল্লাহ নবীর বাণী।
দশ মাস দশ দিন আমায় গর্ভে দিলি ঠায়।
তুই ছাড়া মাগো আমার আপন কেহ নাই।
আমার কাছে স্বর্গ মাগো তোমার চরণখানি।
বয়ে আনবে আমার মঙ্গল তোমার মুখের বাণী।
স্বর্গ নরক মাগো আমার তোমায় আমি মানি।
তোমার দোয়া তোমার দয়া আমার স্বর্গখানি।
আমি একটু দুঃখ পেলে নিতে আমায় বুকে।
আদর করে চুমু দিতে আমার কচি মুখে।
নামাজ পড়ে করতে দোয়া দুটি হাত তুলে।
সুখে শান্তিতে জীবন যাপন, করুক তোমার ছেলে।
আমার আগে তুমি মা,যেও না গো মরে।
তুমি ছাড়া কেমন করে থাকবো মাগো ঘর।
মা বলে ডাকবো যখন তোমায় যেন দেখি তখন
চাইনা তোমার সোনা গয়না চাইনা তোমার মানি।
মাগো শুধু দেখতে চাই তোমার মুখখানি।
আমার একটু অসুখ হলে তোমার মলিন মুখ।
আমার দুখে দুখি তুমি তোমার নাই সুখ।
আমায় গর্ভে রেখে মাগো করলি কত দুঃখ।
আল্লাহ পাকের অসীম দয়ায় দেখেছি দুনিয়ার মুখ।
তুমি আমার স্বর্গখানি তুমি আমার সুখ।