কর্মরত অবস্থায় কর্মীদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান”সুপারভাইজার মোহাম্মদ সিজার”

- আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ৪৭০ বার পড়া হয়েছে
সোহেল রানাঃ রাজশাহী প্রতিনিধি
কর্মরত অবস্থায় কর্মীদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান সুপারভাইজার মোহাম্মদ সিজার।
রাজশাহী গ্রীন সিটি ক্লিন সিটি নামে প্রশংসনীয়।আমাদের রাজশাহী শহরের, আর এই শহরকে পরিচ্ছন্ন রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনে নিযুক্ত আছেন পরিচ্ছন্ন কর্মী যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ক্লিন সিটিকে সর্বদা ক্লিন রাখতে পারি।
বছরের শেষ দিনে যখন সকলেই বিদায়ী বছর ও নতুন বছর নিয়ে আনন্দ উল্লাসে মেতে ছিলেন। তখনও কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তাদের কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছিলো। বছরের প্রতিটা দিন প্রতিটা উৎসবই কাটে তাদের কাজের মাধ্যমে।আর তাদের কাজের সময়ই তাদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন, রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক এর পশ্চিম জনের স্ট্রীট লোডার,হাইড্রোলিক ও ট্রাক্টর এর সুপারভাইজার মোহাম্মদ সিজার। গতরাতে ইংরেজি নববর্ষ উপলক্ষে তাদের এই ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
হাতে ফুলের গুচ্ছ নিয়ে রাসিকএর নৈশকালিন কর্মরত কর্মচারি ও পরিচ্ছন্ন কর্মীদের নিজ হাতে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান। সুপার ভাইজার সিজার বলেন আমার এই সকল ভাইরা শহরকে পরিচ্ছন্ন রাখতে শহরের মানুষকে সুস্থ রাখতে মাননীয় মেয়র লিটন ভাই এর দিকনির্দেশনায় কাজ করে চলেছে অবিরাম।