কালিহাতিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৪৬৭ বার পড়া হয়েছে
শুভ সাহাঃবিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলের কালিহাতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোজ:রবিবার(০১.০১.২০২৩)
তারিখে উপজেলা পরিষদের হলরুমে সকাল(১০)ঘটিকায় পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩
অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১৩৩কালিহাতি-৪ আসনের স্থানীয় জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
আনছার আলী বি.কম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান(আজিজ)।
বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বরত সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও দলীয় কর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন।