ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের মধ্যে শীত বস্ত্র বিতরণ”

- আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ৩৯৯ বার পড়া হয়েছে
বি.এম রিয়াদুর রহমান রিয়াদঃ স্টাফ রিপোর্টার
১৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটের সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুর এর আয়োজনে ঝিনাইগাতী থানার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উক্ত স্থানে মোছাঃ সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ কামরুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পরে তিনি বলেন, নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। আর বাংলাদেশ পুলিশ সব সময় মানবতার সেবায় কাজ করে থাকেন।
তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, এই দেশে সংখ্যালঘু বলতে কোনো জাতি নেই। প্রকৃত সংখ্যালঘু তারাই যারা সমাজের শত্রু, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আমাদের দেশের জনগণ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমানসহ বিভিন্ন ধর্মে বিশ্বাসী। বিভিন্ন সময়ে স্বার্থন্বেষী ব্যক্তি-গোষ্ঠী বা দল ভিন্ন ধর্মের বিশ্বাস ও লোকদের ওপর আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। তাই এসব সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় মোছাঃ সানজিদা হক মৌ, সভানেত্রী, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), শেরপুর তার বক্তব্যে বলেন পুনাক সাম্প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। পুনাক নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র আয়োজন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল আলম ভূঁইয়া, অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা,শেরপুর সহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ।