খুলনায় বিএনপির সমাবেশ

- আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ৪৪০ বার পড়া হয়েছে
খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে বিএনপির সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের একাংশ।
খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে দলটির খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়।সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতারা।
সমাবেশে যোগ দিতে বিএনপির হাজারো নেতা-কর্মী খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে সমবেত হয়েছেন।
এর আগে সমাবেশের আড়ের দিন ও সমাবেশের দিন খুলনায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিক সমিতি। এমনকি নৌপারাপারও বন্ধ রেখেছে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিনচালিত নৌকা মাঝি সংঘ।
খুলনা বিভাগের জেলাগুলোতে থেকে ব্যক্তিগত পরিবহন, অটোরিকশা, সাইকেলে, এমনকি পায়ে হেঁটে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ স্থলে পৌঁছান।
গতকাল শুক্রবার থেকেই তারা খুলনা আসতে থাকেন। গতকাল রাতে সমাবেশ স্থলে কয়েক হাজার নেতা-কর্মী অবস্থান নিয়েছিলেন।