খেলাধুলায় মেতে থাকি মাদক মুক্ত জেলা গড়ি এই প্রতিবাদ্যকে শরীয়তপুর ভেদরগঞ্জ ফাইনাল খেলা হা-ডু-ডু ।

- আপডেট সময় : ০৩:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ৪১৩ বার পড়া হয়েছে
শরীয়তপুর প্রতিনিধিঃ আবুআলম।
খেলাধুলায় মেতে থাকি মাদক মুক্ত জেলা গড়ি এই প্রতি বাদ্যকে সামনে রেখে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মহিষার ইউনিয়ন ১নং ওয়ার্ড কাঞ্চন পাড়া হয়ে গেলো ১২তম ফাইনাল খেলা ,
ফাইনালে দুটি দল (১) ছয়ঁ গাও অটো শ্রমিক একাদ্বশ (২)কাঞ্চনা পাড়া অটো শ্রমিক একাদ্বশ । আজকের দুই দলের ফাইনাল খেলায় ০-২ পয়েন্টে বিজয়ী হয়েছে কাঞ্চন পাড়া অটো শ্রমিক একাদ্বশ এবং পরাজয় হয়েছে ছয়গাঁও অটো শ্রমিক একাদ্বশ । আজকের খেলায় প্রধান অতিথি সহ-কারী পুলিশ সুপার মুশফিকুর রহমান (সার্কেল ভেদরগঞ্জ)। বিশেষ অতিথি ভেদর গঞ্জ থানা কর্মকর্তা বাহলুল (ওসি) ,ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের চেয়ারম্যান অরুন হাওলাদার এবং ছয়গাওঁ ইউনিয়নের চেয়াম্যান লিটন মোল্লা সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। হাজার হাজার লোক সমাগম আজকের খেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই খেলায় অংশগ্রহন করেছেন খেলায় রিফারী দায়িত্ব পালনে ছিলেন জাহাঙ্গীর বেপারী ও বীর মুক্তি যোদ্ধা শাজাহান । আজকের এই খেলা বিষয়ে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন হা-ডু-ডু খেলা আমাদের জাতীয় খেলা আর খেলাধুলা মানুষকে বিনোদন দেয়া মানুষের মন উৎফুল্য রাখে বাজে নিশা থেকে বিরত রাখে, খেলাধুলা করা শরীল ও স্বাস্থ্য ভালো রাখেন আজকের খেলায় অনেক আনন্দ উপভোগ করলাম ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান , আজকের প্রথম পুরস্কার ছিলো কম্পিউটার এল ই ডি মনিটর, দ্বিতীয় পুরস্কার শীলকাপ এবং প্রতেককে একটি করে মেডেল দেয়া হয় ।