রাজশাহীতে ঘন কুয়াশায় ঢাকা রাস্তা

- আপডেট সময় : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৩৮২ বার পড়া হয়েছে
সোহেল রানাঃ রাজশাহী প্রতিনিধি
নতুন বছর ২০২৩ সালের প্রথম দিন আজ। নতুন বছরের আজকের এই প্রথম দিনে রাজশাহীতে প্রচুর ঘন কুয়াশা দেখা গেছে। ছবিটি সংগ্রহ করা হয়েছে রাজশাহী জেলার তানোর উপজেলার ( তানোর পৌরসভা) এর ০৭ নং ওয়ার্ডের জিওল চানপুর মোড় থেকে।দেখা গেছে রাত থেকেই বৃষ্টির মত টপটপ করে কুয়াশার পানি পড়ছে। রাস্তা- ঘাট ছিল অনেক টাই ফাঁকা। দু’একটা লোকাল যানবাহন চালক কে তাঁদের গাড়ির হেড লাইট জালিয়ে জরুরি প্রয়োজনে চলাচল করতে দেখা গেছে। প্রচন্ড শীতে ও কুয়াশায় মানুষ জন বাইরে, রাস্তা ঘাটে কাজ কর্মে বের হতে পারছেন না। বিশেষ করে দিন মজুরি ও খেটে খাওয়া মানুষ দের কষ্ট একটু বেশি হচ্ছে। গত কয়েক দিনের মধ্যে আজকের কুয়াশা বেশি মনে হচ্ছে। মোড়ে তেমন মানুষ জন দেখা যায় নি।চায়ের দোকান গুলো ছিল অনেক টাই ফাঁকা। সব শেষে বলা যায় নতুন বছরের আজকের এই প্রথম দিনে আমাদের রাজশাহী অঞ্চলে একটু বেশি ঘন কুয়াশা দেখা গেছে।