ঘুমিয়ে ছিল শিশুটি, প্রাণ গেল আগুনে

- আপডেট সময় : ০৬:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ৩৮৫ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি ( দিনাজপুর)
পার্বতীপুরে আগুনে পুড়ে ইউসুফ ইমরান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ইমরান জন্মের পর থেকেই ওই গ্রামের পালক পিতা জনাব আলীর বাড়িতেই থাকতেন।।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহত ইউসুফ তার শোবার ঘরে ঘুমাচ্ছিল।পাশের ঘরে অবস্থান করছিলেন তার পরিবারের অন্য সদস্যরা।হঠাৎ বাড়িতে আগুন লাগলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন পরিবারের সদস্যরা।ততক্ষণে ওই পালিত শিশু ইউসুফ এবং নগদ অর্থসহ ওই বাড়ির অবশিষ্ট সকল আসবাবপত্র নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান,খবর পেয়েই শিশুটির লাশ রাতেই থানায় আনা হয়।শুক্রবার সকাল সাড়ে ৮টায় ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জন্মের পরেই মায়ের মৃত্যু হলে শিশুটিকে জনাব আলী পালক হিসেবে দত্তক নেয়।জনাব আলীর নিজের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এই ঘটনায় পালক মা হাসিনা বেগমের মুখমণ্ডল পুড়ে যায়।