চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা

- আপডেট সময় : ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ৩৮৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
অদ্য ২০/১২/২০২২ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় দামপাড়াস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার)। সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বেলা ১২.৩০ ঘটিকায় সিএমপি’র সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধতন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধান অতিথি তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সিএমপি-সহ অন্যান্য সকল ইউনিটকে আইনানুগভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বাঙালী বীরের জাতি, বাঙালী জয়ী জাতি। ১৬ই ডিসেম্বরের বিজয়ের চেতনা বুকে ধারণ করে বাঙালীর এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।