চট্টগ্রামে ৯৬০০ পিচ বোম্ব/পটকা ও ১১২৫ পিচ ফায়ারওয়ার্কস-আতশবাজিসহ আটক ০২ জন

- আপডেট সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ৩৯৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৯৬০০ পিচ বোম্ব/পটকা ও ১১২৫ পিচ ফায়ারওয়ার্কস/আতশবাজিসহ আটক ০২ জন।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ মোক্তার হোসেন নেতৃত্বে টিম-২১ (দক্ষিণ) এর সদস্যরা ১৩/১২/২০২২ ইং গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশনের প্রবেশের মুখে স্টেশন রোড জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬০০ পিচ বোম্ব/পটকা, ১১২৫ পিচ ফায়ারওয়ার্কস/আতশবাজি ও উক্ত ফায়ারওয়াকর্স/পটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়িসহ মো: বাবুল এবং মো: হাসান দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জেনেশুনে ও জ্ঞাতসারে জানমালের ক্ষতিকারক, সমসাময়িক রাজনৈতিক পরিবেশ উত্তপ্তকারী, জনমনে ভীতিসঞ্চারকারক বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে বর্নিত ঘটনাস্হলে অবস্হান করেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।