চট্টগ্রামে ভুয়া নৌবাহিনীর অফিসার পরিচয়কারী ১ জন আটক

- আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ৪০৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ওয়াকিটকিসহ ভুয়া নৌবাহিনীর অফিসার পরিচয়দানকারী ১ জন গ্রেফতার
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক জনাব মোক্তার হোসেনের নেতৃত্বে, টিম ২১ এর সদস্যরা ২০/১২/২০২২ ইং গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নিউমার্কেট রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মো: রিয়াজ মাহমুদ আকাশকে একটি সশস্ত্র বাহিনীর মনোগ্রাম, নৌবাহিনীর স্টিকার সম্বলিত চাবি, ১টি চোরাই মোটরসাইকেল ও একটি ওয়াকিটকিসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি চোরাই মোটরসাইকেলে নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে এবং ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন সময় নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে অনেকের সাথে প্রতারনা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।