চালকের আসনে হেলপার বাস উল্টে আহত ১৫

- আপডেট সময় : ১০:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ৩৮৬ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরির বন্দর উপজেলা প্রতিনিধি ( দিনাজপুর )
দিনাজপুরের নবাবগঞ্জে পিংকি স্পেশাল নামে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল।
শনিবার সকাল ৭টায় নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া-দিঘীরত্না নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা যাত্রীদের অভিযোগ দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন হেলপার। সে গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে জমিতে নামিয়ে দেয়। এতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এ সময় আহত হয় ১৫ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাড়িতে থাকা নুরজাহান আক্তার পাখি নামে এক যাত্রী বলেন, ভোরে হোটেলে খাওয়া দাওয়া করার পর গাড়ির চালক তার হেলপারকে গাড়ি চালাতে দেয়। তারা সকলেই সম্ভবত নেশা করে গাড়িতে উঠেছিল। ভোরবেলা এই হেলপার আরও এক জায়গায় গাড়ি রাস্তার পাশে নামিয়ে দিতে ধরেছিল। তবে কষে ব্রেক মারায় তখনও গাড়ির ভিতরে বেশ কয়েকজন যাত্রী উল্টে পড়ে গেছিল। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।