শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
চিরিরবন্দরে কম্পিউটারের দোকান চুরি ঘটনায় সমুদয় মালামাল উদ্ধার ও একজন আটক

রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি( দিনাজপুর )
- আপডেট সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ৩৭৫ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি( দিনাজপুর )
চিরিরবন্দর উপজেলা সংলগ্ন মোহাম্মদ গোলাম মোস্তফা ডালিম এর কম্পিউটারের দোকান গত ইংরেজি ৫ জানুয়ারি গভীর রাত্রিতে অজ্ঞাতনামা চোরেরা কম্পিউটার সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার সংবাদ থানায় প্রাপ্তির সাথে সাথেই দুর্বার অভিযান শুরু হয়। থানার এস আই মোঃ নুর আলমের নেতৃত্বে দোকান থেকে চুরি যাওয়া কম্পিউটারসহ সমুদয় মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে সরাসরি জড়িত আসামি মোঃ আল-আমিন (২৫), পিতা মোঃ আজিজুর রহমান গ্রাম নানদেড়াই,থানা চিরিরবন্দর জেলা দিনাজপুর কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিন বিজ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।