চিরিরবন্দর-খানসামায় আজ থেকে সাড়ে ৫ হাজার মানুষের মাঝে শিল্পপতি হাফিজের এইচ বি এইচ শীত বস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি (দিনাজপুর)
চিরিরবন্দর-খানসামায় আজ থেকে সাড়ে ৫ হাজার মানুষের মাঝে শিল্পপতি হাফিজের এইচ বি এইচ ফাউন্ডেশনের ‘কম্বল’ উপহার প্রদান শুরু
পৌষের শেষে কনকনে শীতে চিরিরবন্দরের কৃতি সন্তান লুসাকা গ্রুপ ও এইচ বি এইচ ফাউন্ডেশন এর চেয়ারম্যান দিনাজপুর জেলা বিএপির সহ-সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার এর পক্ষ থেকে সাড়ে ৫ হাজার কম্বল উপহার দেয়া শুরু। চিরিরবন্দর উপজেলার হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এসব উপহার দেয়া হবে।
এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে পর্যায় ক্রমে দিনব্যাপী ৮নং সাইতাড়া ইউনিয়নের খোঁচনা বোস্তা উলুম এতিমখানা মাঠ, ৪নং ইসবপুর হরিদাস চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠ ও ১নং নশরতপুর কংগ্রেস মাদ্রাসা মাঠে প্রায় ৮ কম্বল বিতরণ করা হয়।
লুসাকা গ্রুপ শুধু দেশের অর্থনীতিতে অবদানই রাখছে তা নয়। পাশাপাশি উন্নয়নমূলক সামাজিক, মানবতার কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান।
এছাড়াও বন্যার্তদের মতো প্রাকৃতিক দুর্যোগ ও করোনার সময় লকডাউনে কর্মহীন মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ মানবিক বিভিন্ন কাজে লুসাকা গ্রুপের উপহার পৌঁছে যায়। শীত মৌসুমে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) উপজেলার শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল উপহার বিতরণের কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিতায় চিরিরবন্দর উপজেলার হতদরিদ্র, অসহায় ও সমাজের ছিন্নমূল মানুষের মাঝে ৮ শতাধিক কম্বল বিতরণ করা হয।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি হাফিজুর রহমানের ছোট ভাই লুসাকা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ কাওসার জামান সরকার।
লুসাকা গ্রুপ ও এইচ বি এইচ ফাউন্ডেশন এর চেয়ারম্যান দিনাজপুর জেলা বিএপির সহ-সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান এর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, গত কয়েকদিন যাবত উত্তরঞ্চালের প্রচন্ড শীত ও শৈত্য প্রবাহের কারনে অসহায় দুস্থ মানুষরা অনেক কষ্টে জীবন যাপন করছেন। তাদের কথা চিন্তা করে চিরিরবন্দর -খানসামার ১৮ টি ইউনিয়নে সাড়ে ৫ হাজার কম্বল উপহার দেয়ার উদ্যোগ নিয়েছি। আজ থেকে আগামী ৬দিন ১৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে এসব কম্বল উপহার দেয়া হবে। শীতের এই সময়ে সকল বিত্তবানদের অসহায় দুস্থ দারিদ্র মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাড়ানো উচিত। তাহলে কেউ শীতের মধ্যে কষ্টে থাকবেনা। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা ছাত্র দলের সাবেক কোষাধ্যক্ষ মোঃ ঈসমাইল হোসেন ৬নং অমরপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা বিএপির সদস্য মোঃ আফজাল হোসেন, তোফাজ্জল হোসেন, মোসলেম মাষ্টার নশরতপুর বিএনপির সাবেক সভাপতি মমতাজ আলী, চিরিরবন্দর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জাকির হোসেন সহ জাকারিয়া, আব্দুল মান্নান, শফিকুল ইত্যাদি, ফারুক আযম, জাহেদুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।