চিরিরবন্দর থানায় মুজিব কর্নার উদ্বোধন

- আপডেট সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / ৩৯১ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরিরবন্দর প্রতিনিধি (দিনাজপুর)
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে দিনাজপুরের চিরিরবন্দর থানায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ ইফতেখার (পিপিএম সেবা)
জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতি সারা বছর তার জন্মশতবার্ষিকী উদ্যাপন করেছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে সবাইকে জানতে হবে।
পুলিশ সুপার শাহ ইফতেখার (পিপিএম সেবা) প্রতিটি থানায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পারলে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান আজিম উদ্দীন গোলাপ, ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হায়দার লিটন, চিরিরবন্দর অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও সেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও এর আহ্বায়ক মাহাফুজুল ইসলাম আসাদ উপস্থিত ছিলেন।
পরে চিরিরবন্দর সাব-রেজিস্ট্রার অফিস, পানি উন্নয়ন বোর্ড, শিশু পার্ক, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজ পরিদর্শন শেষে চিরিরবন্দর আশ্রয়ন কেন্দ্রে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।