ছিন্নমূল ও মাদকাসক্ত ০৭ জন পথশিশুকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র, গাজীপুরে প্রেরণ

- আপডেট সময় : ০২:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ৩৯৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা কর্তৃক টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হইতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নীচ পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থানরত ছিন্নমূল, মাদকাসক্ত, আশ্রয়হীন, গৃহহীন, অসহায় ০৭(সাত) জন পথশিশুকে অপরাধের সাথে জড়িত হওয়া থেকে রক্ষার জন্য শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র, টঙ্গী, গাজীপুরে প্রেরণ করা হয়েছে। সাত (০৭) জন পথ শিশু হলোঃ
১। মোঃ হুসাইন (১২), পিতা-মোহাম্মদ আলী, সাং-ভাঙ্গাপাড়া, থানা+জেলা-সুনামগঞ্জ এ/পি সাং-জয়দেবপুর চৌরাস্তা জয়না বাজার, জজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, গাজীপুর।
২। মোঃ ইয়াছিন (১১), পিতা-রুবেল, সাং-বেপারী পাড়া, থানা+জেলা-নরসিংদী এ/পি সাং-মরকুন টিএন্ডটি মোল্লার গ্যারেজ, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৩। মোঃ রাব্বি (১২), পিতা-মৃত মান্নান, মাতা-জাহানারা বেগম, সাং-বাইটগাপাড়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী এ/পি সাং-জয়দেবপুর মুন্সীপাড়া, থানা-সদর থানা, গাজীপুর।
৪। মোঃ জুয়েল(১৪), পিতা-শাহাবুদ্দিন, সাং-ভেলানগর, থানা+জেলা-নরসিংদী এ/পি সাং-টঙ্গী স্টেশন রোড ভাসমান, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৫। সাগর(১৩), পিতা-আঃ রহিম, সাং-কাপতাই রাস্তার মাথা, থানা-কালুঘাট, জেলা-চট্টগ্রাম এ/পি সাং-টঙ্গী স্টেশন রোড ভাসমান, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৬। মোঃ মহিউদ্দিন (১৫), পিতা-মঙ্গল মিয়া, সাং-রামচন্দ্রপুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এ/পি সাং-টঙ্গী স্টেশন রোড ভাসমান, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৭। মোঃ মোস্তাকিন (১১), পিতা-সৌরভ, সাং-বাইগারপাড়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী এ/পি সাং-জয়দেবপুর মুন্সীপাড়া, থানা-সদর থানা, গাজীপুর।