জাকের পার্টির উদ্যোগে নগরকান্দায় ইসলামিক সম্মেলন

- আপডেট সময় : ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ৪১৭ বার পড়া হয়েছে
জাকির হোসেনঃ ফরিদপুর প্রতিনিধি
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে সারা দেশের প্রতি টি উপজেলার ন্যায়(৩০-১১-২২) রোজ বুধবার মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ উপলক্ষে দাওয়াতি পবিত্র আজিমুশ্বান ইসলামিক জলসা ফরিদপুর জেলা,নগরকান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জাকের পার্টি এবং বর্তমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরিদপুর জেলা জাকের পার্টি- ডাঃফজলুল হক সাহেবের বাড়িতে আজিমুশ্বান ইসলামিক জলসা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান যাদু মিয়া- সভাপতি জাকের পাটি ফরিদপুর জেলা ও সাধারণ সম্পাদক জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক বিভাগ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরী- খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ও বিশ্ব বিসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওলামা ফ্রন্ট জাকের পার্টি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আঃ সবুর মাতুব্বর-প্রাক্তন সভাপতি, নগরকান্দা উপজেলা জাকের পার্টি, ডাঃফজলুল হক সাবেক সাধারণ সম্পাদক নগরকান্দা উপজেলা জাকের পার্টি এবং বর্তমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ফরিদপুর জেলা জাকের পার্টি,নাজিমউদ্দিন সভাপতি ছাত্র ফন্ট ফরিদপুর জেলা জাকের পার্টি।
রামনগর ইউনিয়ন এর সভাপতি জয়নুদ্দিন সেক,সাধারণ সম্পাদক গফফার সেক,ওকিল সেক সহ জাকের পার্টির ছাত্র ফ্রন্ট নগরকান্দা উপজেলার সভাপতি নিজামুল হক শিশির, রুবেল,ফিরুজ,মনির, শামিম,সাংবাদিক সহেল,সাংবাদিক জাকির হোসেন সহ সকল নেতা কর্মি, জাকেরান আশেকান ধর্ম-প্রাণ মুমিন-মুসলমান উপস্থিতি ছিলেন।
এ সময় প্রধান অতিথি মশিউর রহমান যাদু মিয়া বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরীর জীবন আদর্শ, জাকের পার্টির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।পরবর্তীতে বিশ্ব ওরস শরীফ ২০২৩ এর দাওয়াত জাকেরান আশেকান ভক্ত প্রাণ মুমিন মুসলমানদের মাঝে দেন এবং সকলের উপস্থিতি কামনা করেন।
ফরজ নামাজ আদায়, নফল নামাজ আদায়,ওয়াজ, নসিয়ত, মিলাদ-কিয়াম পাঠদানের মধ্য দিয়ে দেশ ও বিশ্ব বাসির সকলের উদ্দেশ্য বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে তবারক বিতরণের মধ্য দিয়ে ইসলামিক জলসা ও সম্মেলন শেষ করা হয়।