জুড়িতে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশি আটক

- আপডেট সময় : ০৩:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ৩৯৮ বার পড়া হয়েছে
জসিম উদ্দিন, জুড়ী
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো: ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ (১৩), ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি (২০), সহিদা বিবি( ১৮) ও মোহাম্মদ রায়হান।
তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি সে নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে।
আটককৃতরা জানান, তারা দালালের মাধ্যমে ভারতীয় পাড়ি জমিয়েছিলেন। সেখানে ভারতীয় বিএসএফ বাহিনী তাদের আটক করে ক্যাম্পে নিয়ে অনেক অত্যাচার করে বাংলাদেশের সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করেছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমাদের গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট আছে। ভোর রাতে এই রোহিঙ্গা দলটি আমাদের নালাপুঞ্জি চেকপোস্টে দায়িত্বরতদের হাতে আটক হয়। আমার ইউপি সদস্যসহ আমি সেখানে গিয়ে তাদের ইউনিয়ন অফিসে নিয়ে আসি। পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা সেখানে আসে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুড়ী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় রোহিঙ্গাদের আটক করে বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।