জুড়ীতে কলেজছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি মামলায় আটক ১

- আপডেট সময় : ১১:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ৪১৭ বার পড়া হয়েছে
জসিম উদ্দিনঃ জড়ী উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে পর্ণোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) উপজেলার ফুলতলা ইউপির বটুলী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার ফুলতলা ইউপির পূর্ব বটুলি গ্রামের জহুর আলীর পুত্র তাজ উদ্দিন (২৬) এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায় ০৫ বছর আগে। তাদের প্রেম গভীর হলে একসময়ে নগ্ন ও অর্ধনগ্ন ছবি মেসেঞ্জারে আদান-প্রদান হয়। তাজ উদ্দিন সেই মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে পাত্র বেকার হওয়ায় মেয়ের পরিবার বিয়েতে রাজি হয় নি। তারপর তাজ উদ্দিন ০৬ মাস আগে অন্যত্র বিয়ে করে। কিন্তু মেয়ে ও তার পরিবারের উপর আক্রোশ মেটাতে বিগত ৫/৬ দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরপর দুইটি ফেইক আইডি খুলে আপত্তিকর ছবিগুলো পোস্ট করতে থাকে ও মেয়েটির নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। পরে ওই ছাত্রীর পিতা পর্ণোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার ( ৩১ ডিসেম্বর) জুড়ী থানায় একটি মামলা করলে (নং – ৬ তাং, ৩১,১২, ২০২২ ইং) পুলিশ আসামীকে গ্রেফতার করে।
জুড়ী থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পর্ণোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।