ঝিনাইগাতীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল স্মৃতি ফলক উদ্বোধন করলেন জেলা প্রশাসক

- আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ৩৯১ বার পড়া হয়েছে
মোঃ বিল্লাল হোসেনঃ শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালিতে নাজমুলের নামে শহিদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল স্মৃতি ফলকের উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকালে স্মুতি ফলকটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, শেরপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলমসহ সরকারি কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতা কর্মি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগন ুউপস্থিত ছিলেন।