ঝিনাইগাতীতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৪১৪ বার পড়া হয়েছে
বি,এম রিয়াদুর রহমানঃ শেরপুর জেলা প্রতিনিধি
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেরপুরের ঝিনাইগাতী বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ব্রীজপাড় রোড আলহাজ বকুল মার্কেটের দ্বিতীয় তলায় উক্ত শাখার উদ্বোধন করা হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এম.ডি.এন্ড সিইও জাফর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সোশ্যাল ইসলামী ব্যাংক শেরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার জাফর সাদিক প্রমুখ।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ঝিনাইগাতী বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর পরিচালক আরিফুল ইসলাম বাবু’র সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।