টাঙ্গাইলে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ উদযাপিত

- আপডেট সময় : ০৭:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
শুভ সাহাঃ বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলে সাড়া দেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিবছর ১লা জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্যে দিয়ে পালন করা হয় “পাঠ্যপুস্তক উৎসব”।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের প্রথম দিনে টাঙ্গাইলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ১০ লাখ শিক্ষার্থীদের মাঝে ৭৬ লাখ ৩৬ হাজার ৪২৭টি নতুন বই বিতরণ করা সম্পন্ন হয়েছে।
আজ ১ জানুয়ারি রবিবার দুপুর ১২ টায় টাঙ্গাইল জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মী বৃন্দ।
পরে জেলা প্রশাসকসহ সম্মানিত অতিথিবৃন্দ টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে অংশ নেন।
জেলার ১২ টি উপজেলায় ৫ লাখ ৫০ হাজার প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ১৯ লাখ ৭ হাজার ১১৮টি বই ও ৪ লাখ ৪০ হাজার মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫৭ লাখ ২৯ হাজার ৩০৯ টি বই বিতরণ করা হবে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।