টাঙ্গাইলে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ৪৬৭ বার পড়া হয়েছে
শুভ সাহাঃ বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১.১২.২২ রোজ: শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের আয়োজনে ক্রিকেট লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক ও যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনসহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে থানাপাড়া ক্লাব ও ইষ্টার্ন স্পোটিং ক্লাব।
এ ক্রিকেট খেলায় টসে জয়লাভ করে থানাপাড়া ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
কুয়াশাছন্ন আবহাওয়ার কারনে নির্ধারিত ৫০ ওভারের খেলা কমিয়ে ২৫ ওভার করার সিদ্ধান্ত হয়।
বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ১২টি ক্লাব অংশ গ্রহণ করছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।