ডামুড্যা উপজেলা কনেশ্বর বাজার সংলগ্ন ব্রিজটি এ যেন এক মরন ফাঁদ

- আপডেট সময় : ০৫:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
আবুআলমঃ শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর ডামুড্যা উপজেলা কনেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড কনেশ্বর বাজারের পূর্ব পাশে ইউসুফ সরদার বাড়ি সংলগ্ন প্রায় ২৫ ফিট লম্বা কালভাট ব্রিজটি ভয়ংকর মরন ফাঁদে পরিনত হয়েছে । ২০/২৫ বছর আগে কনেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ছোট ছোট তিনটি ব্রিজ নির্মান করেন (১)
জালো বাড়ি সংলগ্ন ব্রিজ (২)কনেশ্বর বাজার সংলগ্ন ব্রিজ (৩) বাজারের পশ্চিম পাশে আতলা কুড়ি এই ৩টি ব্রিজ সবচেয়ে নিম্ন মানের কেমিক্যাল দিয়ে নির্মান করা হয়।
সবচেয়ে ভয়ংকর এবং ঝুকিপূর্ন্য ব্রিজ হচ্ছে
কনেশ্বর বাজার সংলগ্ন ব্রিজটি ,
রাত দিন মানুষ যাতায়াত করেন শিশু বয়স্ক সবাই যে কোন সময় একটি ঘটে যেতে পারে ভয়ংকর দূর্ঘটনা ।
(১) ব্রিজের স্যালাপ ধসে পরছে রড গুলো
জালের মত তাকিয়ে আছে ।
(২) ব্রিজের মধ্যবতী পিলারের মাথা ভেঙ্গে সরে গেছে ব্রিজ টি এখন হাওয়ার উপর ভেসে বেড়াছে ।
(৩) ব্রিজের গোড়ায় মাটি সরে ফাকা হয়ে ব্রিজটি থেকে মাটির রাস্তা সরে গেছে ।
এটি একটি বাজার মূখী ব্রিজ যেখানে সপ্তাহে দুই দিন হাট বসে ।
কনেশ্বর বাজার একটি জনবহুল বাজার যে খানে একটি সরকারী ব্যাংক ,ইউনিয়ন পরিষদ ,ভূমি অফিস , একটি শরীয়রপুর জেলার বিক বাজেট এর একটি অত্যাধুনিক
মসজিদ নির্মান হচ্ছে ,একটি স্বাস্থ্য ক্লিনিক রয়েছে, আছে বিশাল একটি মাদ্রাসা এবং সবচেয়ে বড় কথা হলো এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়ে ডামুড্যা উপজেলা সেরা ছাত্র/ছাত্রী মেধার তালিকায় প্রথম স্থান বিগত কয়েক বছর ধরে রাখেছে এমন জায়গার এমন একটি ব্রিজ কল্পনা করা যায় না ।
কনেশ্বর বাজার সংলগ্ন ব্রিজটি যে কোন সময় ভেঙ্গে পরে যেতে পারে বাজার থেকে সকাল সন্ধ্যা পথ যাত্রী যাওয়া আসা করে
প্রতিদিন যাওয়া আসা করে ছাত্র/ছাত্রী
একটি দূর্ঘটনা একটি পরিবারের সারা জিবনের কান্না ।
কনেশ্বর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার
মোঃ জাহাঙ্গীর সরদার একজন এলাকার প্রতিনিধি তার সাথে কথা বললে তিনি জানেনই না তার ওয়ার্ডের ব্রিজটি এমন ভয়ংকর রুপ নিয়েছে । তিনি জানান যে এগুলোর জন্য কোন বরাদ্দ হয় নাই যখন বরাদ্দ হবে তখন এই সব ব্রিজের কাজ ধরা হবে ।
কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জনাব,আনিসুর রহমান তিনি তিন/তিন বার লাগাতার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমান ও পরিষদের চেয়ারম্যান। এলাকার লোকালয়ের যাতায়েত
রাস্তা ঘাট গুলো তার নজর থাকা প্রয়োজন
ছিলো নিশ্চই তিনি দেখেছেন এবং অবগত আছেন কেন যে সে ধসে যাওয়া ব্রিজটির ব্যাপারে পদক্ষেপ নেন না । চেয়ারম্যানের সু-দৃষ্টি আকর্ষণ করছি এই ঝুকিপূর্ন্য ব্রিজটা অপসরন করে নতুন ব্রিজ নির্মান করেন ।