ডামুড্যা উপজেলা ধনই হাফেজিয়া মাদ্রসা ও এতিম খানা ২২তম বার্ষিক সভা উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল

- আপডেট সময় : ০৩:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ৪৯৯ বার পড়া হয়েছে
আবুআলমঃ বিশেষ প্রতিনিধি (শরিয়তপুর)
শরীয়তপুর ডামুড্যা উপজেলা ধনই
হাফেজিয়া মাদ্রাসা ও শেখ মোতাহার আলী
এতিম খানা ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে ,
সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত সকল ধর্ম প্রান মুসলিম আমন্ত্রিত!
তারিখ: আজ ৩১ শে ডিসেম্বর রোজ শনি বার ২০২২।
মাহফিল স্থান: ধনই মাদ্রাসা প্রাঙ্গন ধনই,ডামুড্যা।
প্রধান অতিথি: আলহাজ্ব নাহিম রাজ্জাক (মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর -৩)
প্রধান বক্তা: হযরত মাওলানা আব্দুল মজিদ নাটোরী,
ক্বারী, তাফসীর কারক বিটিভি ওবিটিভি ওয়ার্ল্ড এবং খতিব জজ কোর্ট কমপ্লেক্স জামে মসজিদ ,নাটোর।
চেয়ারম্যান,জামিউল উম্মা মাদ্রাসা নাটোর ।
বিশেষ বক্তা: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছেরে কোরআন
হযরত মাওলানা আব্দুল মোতালিব ,
প্রভাষক,কালকিনি ফাজিল মাদ্রাসা মাদারীপুর।
এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছেরে কোরআন।
হযরত মাওলানা কামরুজ্জামান জিহাদী
সুপার ,শরীয়তপুর কাগদী দাখিল মাদ্রাসা,শরীয়তপুর ।
বিশেষ অতিথি:
আলমগীর হোসেন মাঝি
ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান ।
আব্দুর রসিদ গোলন্দাজ
ভাইস চেয়ারম্যান ডামুড্যা উপজেলা শরীয়তপুর।
জনাব,ডাঃ জহুর আশরাফ
ব্যবস্থনা পরিচালক ,বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতাল ,ঢাকাও সভাপতি শেখ মোতাহার আলী এতিম খানা ।
জনাব,আনিসুর রহমান বাচ্চু মাদবর
চেয়ারম্যান কনেশ্বর (ইউপি) ।
সভাপতিত্ব করবেন:
বিশিষ্টি সমাজ সেবক ,
আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম
সভাপতি,বায়তুল মামুর জামে মসজিদ ধনই,ডামুড্যা শরীয়তপুর ।
হাফেজ মাওলানা নিয়ামত উল্লাহ মুহতামিম
ধনই হাফেজিয়া মাদ্রাসা।
মাহফিল আয়োজন সহযোগীতায়:
ডাঃ আব্দুর রহিম বেপারী ।
ওয়াজ মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনবার জন্য সু-ব্যবস্থা রয়েছে।
সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজ।
পরিবেশনায়: এ্যাডঃ রোকনুজ্জামান
পরিচালক ,তারার মেলা শিল্পী গোষ্টী
যশোর ।