ডোমারে রুপসা ট্রেনের সাথে মিতালী ইঞ্জিনের মুখোমুখি সংর্ঘষ

- আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ৪০১ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি (দিনাজপুর)
নীলফামারীর ডোমারে চিলাহাটী ষ্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনের সাথে মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিতালী লোকোমোটিভ(ইঞ্জিন) চালক ও রুপসা ট্রেনের চালকসহ বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে চিলাহাটী রেল স্টেশনের আউটারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এতে সাময়িকভাবে বন্ধ রয়েছে চিলাহাটির সাথে সারাদেশের রেল যোগাযোগ।ট্রেন সংঘর্ষের ঘটনায় চিলাহাটি ষ্টেশন মাষ্টার টুটুল চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
রুপসা ট্রেনের এটেনটেন্স গার্ড আল আমিন বলেন, চিলাহাটি ষ্টেশন হতে ক্লিয়ারেন্স পেয়ে খুলনার উদ্দেশ্যে রপসা ট্রেনের যাত্রা শুরু হয়। ষ্টেশন থেকে ১ নং আপ পয়েন্ট হোম সিগন্যাল এলাকায় মিতালির লোকোর সাথে রুপসা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চিলাহাটী রেল স্টেশন থেকে খুলনাগামী রুপসা ট্রেনটি(৬৫২৬) আধা কিলোমিটার যাওয়ার পর ১ নং হোম সিগন্যালে লাইন্স ক্লিয়ারের জন্য দাড়িয়ে থাকা মিতালী এক্সপ্রেসের লোকোমেটিভে(৬৫২১) এর সাথে সংঘর্ষ ঘটে। স্থানীয়রা বলেন, বিকট শব্দ হলে ভয়ে আমরা বাড়ীর বাইরে বেরিয়ে দেখতে পাই দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। রুপসা ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও মিতালি ট্রেনের ইঞ্জিনটি তখনও চালু ছিল। যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে ছুটোছুটি করতে থাকে। এ সময় রুপসা ট্রেনের লোকোমাস্টার নাজমুল হক ও মিতালি ট্রেনের সহকারী লোকো মাষ্টার (এ এল এম) মাজেদুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে চিলাহাটি ও ডোমার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়েছে।
ডোমার রেলস্টেশন মাস্টার মোসাদ্দেক আলী জানান, সকাল ৮.১৪ মিনিট মিতালী ট্রেনের লাইট ইঞ্জিনটি ডোমার রেলস্টেশন ছেড়ে চিলাহাটির উদ্দেশ্যে রওনা হয়। এরপর সকাল ৮টা ৩৬ মিনিটে চিলাহাটি ষ্টেশন মাষ্টার টুটুল চন্দ্র সরকার আমার কাছে ইউনিকোড চাইলে ৮টা ৩৯ মিনিটে রুপসা ট্রেনের জন্য আমি লাইন ক্লিায়ারেন্সের গোপন নম্বর দেই। আমি মনে করেছিলাম মিতালী ট্রেনের ইঞ্জিনটি চিলাহাটি ষ্টেশনে পৌছেছে বলেই তারা আমার কাছে লাইন ক্লিয়ারেন্স চেয়েছে।
চিলাহাটি ষ্টেশন মাষ্টার টুটুল চন্দ্র সরকারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ষ্টেশনে না থাকায় ও ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চিলাহাটি ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার নাজনীন আক্তার বলেন, ট্রেন দুর্ঘটনার পর থেকেই দায়িত্বরত ষ্টেশন মাষ্টার টুটুল চন্দ্রকে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
চিলাহাটি ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার আতাউর রহমান ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা যাওয়ার আগেই ট্রেনের যাত্রীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়। ফায়ার সার্ভিসের রংপুর বিভাগের উপ-পরিচালক আব্দুল হামিদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।