ঢাকা মিরপুর পল্লবী থানার সাবেক ছাত্রলীগ সভাপতির ব্রেন স্ট্রোকে মৃত্যুবরন

- আপডেট সময় : ০২:৪০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ৩৯২ বার পড়া হয়েছে
আবুআলমঃ শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর ডামুড্যা এর কৃতি সন্তান এবং ঢাকা মিরপুর পল্লবী থানার সাবেক ছাত্রলীগ সভাপতি ,
মোঃআব্দুল ওহাব (অপু) ব্রেন স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরন করেন (আমিন)।
আব্দুল ওহাব (অপু) ডামুড্যা পৌরসভা ৫নং ওয়ার্ড কুলকড়ি আব্দুল জলিল মাদবর এর ২য় পু্ত্র সাবেক কমিশনার সবুজ এর বড় ভাই।
আব্দুল ওহাব অপু গত ০৭/০১/১৩ শনিবার
হটাৎ ধারানো অবস্থায় ব্রেন স্ট্রোক করে মাটিতে পরে অজ্ঞান হয়ে যান ,
গত শনিবার তারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করেএবং ICU তে রাখেন ।
মাথায় রক্তক্ষন থাকায় গত চার দিন আগে ০৮/০১ দুপুরে তার মস্তিস্কের অপারেশন করেন । লাইফ সাপোর্ট খুলে কথাবার্তা বলার পর আবার স্ট্রক করেন পেশার লো হয়ে শরীলের কার্জকর্ম বন্ধ হয়ে যায়
অবশেষে গত কাল রাত ১০:৩৮ মৃত্যুবরন করেন ।
আজ ১২/০১/২৩ বৃহস্পতিবার বাদ যোহুর
ঢাকা মিরপুর রুপনগর সরকারী স্কুল মাঠে
তার প্রথম জানাযা দিয়ে তার নিজ বাড়ি শরীয়তপুর ডামুড্যা উপজেলা কুলকুড়ি
৫নং ওয়ার্ড তার নিজ বাড়িতে ২য় জানাযা অনুষ্ঠিত হবে ।