তানোরে এমপি প্রার্থী সালাউদ্দিনের শীত বস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৭:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ৩৯৩ বার পড়া হয়েছে
সোহেল রানাঃ রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর তানোরে শীতার্থ হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন এমপি প্রার্থী এ্যাডভোকেট সালাউদ্দীন বিশ্বাষ। শনিবার বিকালে তানোর গোল্লপাড়া বাজার চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শতাধীক হতদরিদ্র শীতার্থ নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মহির উদ্দীন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। তানোর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জাতীয় পার্টির নেতা সিজার, আলতাব হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য এ্যাডভোকেট সালাউদ্দীন বিশ্বাষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে পদপ্রার্থী হিসেবে এলাকায় গনসংযোগসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করছেন।
এবিষয়ে তানোর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালা উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে এ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাষকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে।