দিনাজপুরের বিরলে পূর্ণ ভবা নদীর পানিতে তলিয়ে যাওয়ার চার দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ

- আপডেট সময় : ০২:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ৪০৬ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরিরব বন্দর প্রতিনিধি (দিনাজপুর)
দিনাজপুরের বিরল এলাকার পূর্ণ ভবা নদীতে তলিয়ে যাওয়া চারদিন আগে গোসল করতে নামেন ওমর আলী আজ সকালে পূর্ণ ভবা নদীতে পাঁচ দিনের দিন ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী দেখতে পায় এসময় অমর আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানান মঙ্গলবার সকালে নদীর ধারে বেড়াতে এসে দেখতে পাই ওমর আলীর লাশ পানিতে ভেসে উঠলে দিনাজপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে সকাল সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাস্ট নদীর ধারে সূরা তালের জন্য পুলিশ রিপোর্ট লিখছিলেন !
( চারদিন আগে۔পাঁচ দিনের দিন লাস্ট উদ্ধার)
চারদিন আগে শুক্রবার ভোর সকালে পূর্ণ ভবা নদীতে গোসল করতে নামলে ওমর আলী পানিতে তলিয়ে যায় ! এই সময় ওমর আলীর স্ত্রী জানান আমার স্বামী সঙ্গে আমি ছিলাম আমি আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কোন কিছু উপায় না পেয়ে বাড়িতে দৌড়ে গিয়ে আমার পরিবারের লোকজনকে ডেকে এনে এসে বাঁচানোর চেষ্টা করি তেতেক্ষণে দেখি আমার স্বামী পানিতে তলিয়ে গেছে !
স্থানীয় লোকজন এসে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়. ব্যর্থ হয়ে যাওয়ার পর দিনাজপুর ফায়ার সার্ভিসকে ফোন দেন ! দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায় ! দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রংপুর একটি ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে শুক্রবার দুপুর বারোটায় উদ্ধারের চেষ্টা করলে কয়েক ঘন্টা উদ্ধার চেষ্টার পরেও লাস্ট না পাওয়ায় সমাপ্ত করে দেন।
উদ্ধারের কাজ পরের দিন সকাল দশটায় আবারো চেষ্টা করলে শনিবার ও ব্যর্থ হয়ে যান।