দিনাজপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

- আপডেট সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / ৩৭৭ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরিরব বন্দর প্রতিনিধি ( দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় নিজ বাড়ির সামনে ট্রলির ধাক্কায় সিফাত ইসলাম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট-গাইবান্ধা সড়কের পাঁচপীর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সিফাত পৌর এলাকার পাঁচপীর গ্রামের রানা মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় মজিরব রহমান জানান, ঘোড়াঘাট করতোয়া ব্রিজ হতে ইট বোঝাই একটি ট্রলি আজাদমোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সিফাত বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে ট্রলির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সিফাত বলেন, দুপুরের আগে স্থানীয় লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তার আগেই শিশুর মৃত্যু হয়েছে।