শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
দিনাজপুরে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি (দিনাজপুর)
- আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি (দিনাজপুর)
আরোহীরদিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৭টায় উপজেলার উচিতপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জেলার নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত মশিউর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ফিরোজ বলেন, রাস্তায় যাতায়াতকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত গাড়ি চাপা দেয়ার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যাহত আছএ