দৃষ্টি উন্নয়ন সংস্থা কতৃক দুর্গম চরাঞ্চলের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

- আপডেট সময় : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ৪৫৩ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন চর হরিরামপুর ইউনিয়নের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দৃষ্টি উন্নয়ন সংস্থা থেকে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃষ্টি উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক জনাব খন্দকার আবুল হোসেন, চর শালেপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মাহমুদ, দৃষ্টি উন্নয়ন সংস্থা মুন্সিডাঙ্গী শাখা ম্যানেজার, চর হরিরামপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশ।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চর শালেপুর মাধ্যমিক বিদ্যালয় কক্ষে, এসময় দুর্গম চরাঞ্চলের ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো হাতের লেখা প্রতিযোগিতার মাধ্যমে ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উক্ত সংস্থা এর নির্বাহী পরিচালক খন্দকার আবুল হোসেন বলেন, চরাঞ্চলে যেসব দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী আছে দৃষ্টি উন্নয়ন সংস্থা তাদের মাসিক একটি অনুদানের ব্যাবস্থা করার প্রস্তুতি নিয়েছে, খুব তারাতাড়ি উক্ত কার্যক্রম চালু হবে।