নানা অনিয়মে অতিষ্ঠ ট্রেন যাত্রীরা

- আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ৪৩২ বার পড়া হয়েছে
এ.এম.ইকবালঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি
গত ২৬/১২/২২ তারিখে ১৪:৪৫ মিনিটে ঢাকা রেল স্টেশন থেকে ছেড়ে দেয়া উত্তর বঙ্গগামী সিল্কসিটি এক্সপ্রেস ৭৫৩ নাম্বার ট্রেনে শত শত নারী ও পুরুষ যাত্রীকে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় ট্রেনের ভেতরে তিল ধারনের জায়গাও ছিল না। এ ছাড়াও ট্রেনের বিলম্বে আসা সহ নানা রকম অনিয়ম লক্ষ্য করা গেছে। স্টেশনে ট্রেন আসা মাত্রই সকল যাত্রীই আগে উঠার প্রতিযোগিতায় লিপ্ত হয়। ফলশ্রুতিতে যাত্রীদের অনেকেই আহত হয়। অনেক যাত্রীকে আসনবিহীন টিকেট হাতে নিয়ে অন্য আরেকজন যাত্রীর আসনে আসন গ্রহণ করে থাকতে
দেখা যায়। অন্য ট্রেনের টিকিট কেটে ভুলে সিল্ক সিটি এক্সপ্রেসে উঠে এক দরিদ্র দম্পতিকে কেবল ছেড়া দেয়া ধীর গতির ট্রেন থেকে নামার চেষ্টা করতে দেখা যায়। এ সময় অন্যান্য হৃদয়বান যাত্রীগণ বিপদগ্রস্ত দম্পতিকে বাধা দিলে তারা নামার চেষ্টা থেকে বিরত থাকে।
এদিকে সিল্ক সিটি এক্সপ্রেস মির্জাপুর ছেড়ে মহেড়ার সন্নিকটে পৌঁছলে ট্রেনের অভ্যন্তরে সুমিষ্ট নারী কণ্ঠে টাঙ্গাইল স্টেশনে নামার যাত্রীদের নিজ নিজ মালপত্র গুছিয়ে প্রস্তুত থাকার অগ্রিম ঘোষণা শ্রবণ করে যার যার আসন ছেড়ে ট্রেনের দরজার কাছে ভিড় করতে থাকে। ট্রেনটি মহেড়া থামলে ভুলে টাঙ্গাইলের অনেক যাত্রীই মহেড়া নামে। পরে ভুল বুঝতে পেরে আবার দ্রুত ট্রেনে উঠে। এ ঘটনায় টাঙ্গাইলের যাত্রীদের ট্রেন কর্তৃপক্ষের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হতে দেখা গেছে।
উল্লেখ্য, এ সকল অনিয়ম থেকে মুক্তি দিতে ট্রেন কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন সেবা প্রার্থী এ সব ভূক্তভোগী ট্রেনের যাত্রীরা।