নীলফামারীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

- আপডেট সময় : ০৮:৩৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ৪০২ বার পড়া হয়েছে
রুবেল চিরির বন্দরঃ প্রতিনিধি(দিনাজপুর)
নীলফামারীর ডোমার উপজেলায় তিন সন্তানের জননী রেনু আক্তার (২৮) নামে এক গৃহবধূর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায় নিজ ঘরের বিছানার উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেনু আক্তার একই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উপজেলার মিস্ত্রীপাড়ার গোলাম মোস্তফা বুলুর স্ত্রী।
রেনুর ছোট বোন খাদিজা আক্তার মনি বলেন, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে চিলাহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার বোন ও দুলাভাই বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। সেখানে রান্না করার কোনো ব্যবস্থা না থাকায় দুলাভাইকে ফোন দিয়ে বলি, রাতের খাবার নিয়ে আমি যাচ্ছি আপনাদের ওখানে। দুলাভাই আমাকে বলেন, তোমাকে আসতে হতে না, আমিই যাচ্ছি। আমাকে তিনি তাদের নতুন বাড়িতে যেতে দেননি। হয়তো তিনি আমার বোনকে তখন মেরে ফেলেছেন। কিংবা মেরে ফেলবেন। তাই আমাকে সেখানে যেতে দেন