পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অবৈধ ইট ভাটা বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

- আপডেট সময় : ০২:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ৩৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধিঃ
গতকাল ২৭-১২-২২ ইং ফরিদপুর জেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নওরিন হক।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহফুজুর রহমান, পরিদর্শক জনাব মোঃ জাহিদ হাসান, একাউন্টট্যান্ট জনাব হানিফ মোঃ উজ্জল এবং পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নমুনা সংগ্রহকারী জনাব রাসুল ইয়া বারী কামাল।
এছাড়াও, মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যবৃন্দ ব্যাটেলিয়ান আনসার সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।
উক্ত সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে সকল ইটের ভাটায় কাঠ পোড়ানো হয় এবং যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদেরকে জরিমানা ধার্য করে আদায় করেন এবং ভাটাগুলো বন্ধের নির্দেশ প্রদান করেন।