প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে- মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা।

- আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ৪১৮ বার পড়া হয়েছে
বি.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার।
প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে- মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে গত ১০/১১/২০২২ তারিখে উপজেলা কৃষি অফিস, শেরপুর সদর এর আয়োজনে বলাইয়ের চর ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সদর, বলাইয়ের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জেলা প্রশাসক, শেরপুর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার জন্য উপস্থিত কৃষক ও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। উপস্থিত সকল কৃষক দুই হাত দেখিয়ে সকল জমি আবাদের আওতায় আনার অঙ্গিকার করেন। এর পূর্বে জেলা প্রশাসক শেরপুর নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।