ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সরকার হাট উপ-শাখার উদ্বোধন।

- আপডেট সময় : ০৪:১৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ৪৯৭ বার পড়া হয়েছে
সেলিম চৌধুরী (পটিয়া) চট্টগ্রামঃ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কাটিরহাট শাখার অধীনে পরিচালিত সরকারহাট উপশাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক জনাব সৈয়্যদ ওয়াসেক মো: আলী।গতকাল (০৯/১১/২০২২) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনাল (উত্তর) প্রধান মো : হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন গনি শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ ওসমান গনি, সরকার হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির মহাসচিব জনাব মোঃ ওসমান, ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রহিম উদ্দিন চৌধুরী, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, গণি শপিং কমপ্লেক্সের সভাপতি জনাব মোঃ নুরুল আবছার, ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাটিরহাট শাখার ম্যানেজার ও এভিপি জনাব আরিফুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাটিরহাট শাখার ম্যানেজার অপারেশন ও এফএভিপি জনাব রাজিব আল মামুনসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকগন উপস্থিত ছিলেন।