বন্ধুর বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল চুরি করে বন্ধু চম্পট

- আপডেট সময় : ০৫:১৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / ৪১৬ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম :- লামনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় বাসায় বেড়াতে এসে মটর সাইকেল চুরি করে পালিয়েছে এক প্রতারক।
হাতীবান্ধা উপজেলার টংভাংগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাড়াইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাদী হয়ে রুবেল হোসেন ওরফে আকাশকে আসামী করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, দুই তিন দিন আগে মোবাইলে পরিচিত রুবেল ওরফে আকাশ হাতীবান্ধায় বেড়াতে আসে। বেড়াতে এসে পুর্ব পরিচিত সিরাজুলের বাড়িতে অবস্থান করে। অবস্থান কালে সিরাজুলের ছেলেসহ বাজারে যাওয়ার নাম করে তার ব্যবহৃত হোন্ডা এস্কব্লেড ১৬০ সিসি (রেজিষ্ট্রেশন নং লালমনিরহাট ল-১১-৩৩৭৩ ইঞ্জিন নং KC35EA2024603 চেসিস নং PSOKC4190MH001351 রঙ – লাল) মটরসাইকেলটি নিয়ে উধাও হয়। এর পরেই বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন সিরাজুল। কিন্তু তাকে আর খুজে পাওয়া যায় না।
সিরাজুল বলেন, আমি একজন সরল মানুষ, রুবেল ওরফে আকাশ এভাবে আমাকে ধোকা দিয়ে মটরসাইকেল চুরি করে নিয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি।থানায় অভিযোগ করেছি প্রতারক রুবেলকে আটক করে দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের জন্য আবেদন জানাচ্ছি।
জানা যায় প্রতারক রুবেল চাঁদপুর জেলার কঁচুয়া থানার স্থানী বাসিন্দা।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে। খুব দ্রুত সময়ে প্রতারককে আটকসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।