শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়

আনিছ আহমেদঃ শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ৩৮২ বার পড়া হয়েছে
আনিছ আহমেদঃ শেরপুর প্রতিনিধি
শেরপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ইআরটি স্বেচ্ছাসেবী সমন্বয়ে ৩০ জন সদস্যদের মাঝে ১৭ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শেরপুর বিভাগীয় বন কর্তকর্তার কার্যালয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর “বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা” বিষয়ক ১০দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুমন সরকার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা বিভাগ শেরপুর।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহিন কবির,বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর। সঞ্চালনায় ছিলেন মোঃ মনজুরুল আলম, রেঞ্জ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।