বাগেরহাটে আনসার ও ভিডিপি সমাবেশ

- আপডেট সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ৪২১ বার পড়া হয়েছে
বাগেরহাট প্রতিনিধিঃ মোঃ ইমাম হোসেন
বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিজুর রহমান।
বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সবাপতিত্বে অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন, বাগেরহাট আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূইয়া, বাগেরহাট সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ হাসান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শুদাংশু কুমার দাস প্রমুখ।
সমাবেশে বাগেরহাট সদর উপজেলার আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীসহ ৩০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীদের তাদের কাজের স্বীকৃতি হিসাবে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ অন্যন্য পুরস্কার প্রদান করা হয়।