শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
বিরলে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

রুবেল:চিরির বন্দর দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ৩৮০ বার পড়া হয়েছে
রুবেল:চিরির বন্দর দিনাজপুর প্রতিনিধি
বিরলে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার
দিনাজপুরের বিরলে ওয়াহেদ আলী নামে এক বৃদ্ধের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের দারইল মন্ডলপাড়ায় একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওয়াহেদ আলী একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, দুপুরে ঐ কলাবাগানে ওয়াহেদ আলীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।