বিশ্ব কাপ খেলা নিয়ে তর্কে আর্জেন্টিনার সমর্থকের ছুরিকাঘাতে ব্রাজিলের সমর্থক খুন

- আপডেট সময় : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / ৪০৭ বার পড়া হয়েছে
আবুআলমঃ শরীয়তপুর প্রতিনিধি
চাঁদপুরে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জের এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মেহেদী বেপারী (১৮)। সে ওই এলাকার হেলার ব্যাপারীর ছেলে।
আটক কিশোরের নাম বরকত ব্যাপারী। সেও একই এলাকা বাসিন্দা।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘাতককে আটক এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এদিকে মেহেদীর বাবা হেলাল উদ্দিন ছেলের খুনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
খেলা সুস্থ বিনোদনের অন্যতম সেরা মাধ্যম।
যেখানে পুরো বিশ্ব মেতে উঠেছে আমাদের দেশও ব্যাতিক্রম না।
কিন্তু এমন সব ঘটনা আমার দেশেই বারবার হয়ে আসছে।
মেসি নেইমার যেখানে সবচেয়ে ভালো বন্ধু আর আমরা তা হতে পারি না।
প্রিয় দলের সমর্থন আপনার আমার প্রিয় মানুষ করতেই পারে ।
আপনার সাথে তার ভালো লাগার পার্থক্য থাকতেই পারে , তাই বলে দূরের কেউ তা তো না।
আর একজন সুস্থ মস্তিষ্কের মানুষ খেলা নিয়ে কখনোই বিরোধ করবে না।
খেলা উপভোগ করতে হয় তারা সেটাই করে ।
একটি জীবনের মূল্য অনেক, এই সব বুদ্ধি প্রতিবন্ধীর জন্য আমরা নোংরা হয়ে যাচ্ছি।
উপরোক্ত ঘটনাটা বর্তমানের একটি চিত্র মাত্র।
অনেকেই বললেন এদের বয়স অল্প, বুঝতে পারে নাই।
কিন্তু আমি নিজের দেখা যথেষ্ট ম্যাচিউর মানুষ গুলোই তর্কে জড়াই । এক পর্যায়ে এই তর্কের জের হাতাহাতি পর্যন্ত দাড়াই।
দিনশেষে আর্জেন্টিনা সমর্থক ব্রাজিল সমর্থক আপনার আমার আপনজন।
তার কোনো ক্ষতি হলে আপনার মন পুড়বে আমার খারাপ লাগবে।
বিনোদনটা উপভোগ করি একসাথে তাহলেই তো হয়।
ফুটবল একটি বিনোদন আর এই বিনোদনে
কোন নোংরামীর স্থান হতে পারে না , ফুটবল কে কেন্দ্র করে কাউকে ছোট করা কোন প্রকার কুটক্তি বা হিংসা না করে সকল ভেদাভেদ ভুলে স্বাভাবিক থাকা সকলের উচিৎ বিভিন্ন কর্মকান্ড থেকে বিরত থাকা সভ্য জাতির পরিচয় । বিনদেশী খেলা আমাদের সামাজিক বন্ধন বন্ধুত্ব মিল যেন গরমিল না হয় নাহয় যেন প্রশ্নবিদ্ধ ।