ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কে ০-১গোলে হারিয়ে দিলো শরীয়তপুর জাজিরা ফুটবল একাদশ

- আপডেট সময় : ০২:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
আবুআলমঃ শরীয়তপুর প্রতিনিধি
আজ শুক্রবার ১৩ই জানুয়ারী বিকেল ৩টায় শরীয়তপুর পালং বীরশ্রেষ্ট ল্যান্স নায়ক আব্দুর রউফ স্টোডিয়ামে শুরু হয়ে গেলো জাজিরা পালং একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি একাদশের মধ্যে একটি
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।শেখ হাসিনা গোল্ড কাপ ২০২৩,
একটি চমৎকার খেলা উপহার দিয়েছে স্টোডিয়ামের দর্শকদের গ্লারী দর্শক ছিলো কানায় কানায় ভরপুর পরিপুর্ন । প্রথম রাউন্ডে হাডাহাড্ডি লড়াই কেউ কাউকে গোল দিতে পারে নাই খেলা ড্র ০/০। ২য় রাউন্ডে নির্ধারিত ৭৫ মিনিটে একটি গোল দিয়ে গোলে ব্যারিস্টার সুমন একাডেমি একাদশ কে পরাজিত করে পালং,জাজিরা একাডেমি একাদশ ১গোলে বিজয়ের মধ্যে দিয়ে খেলা শেষ হয়ে যায় ।
আজকের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে
শরীয়তপুর -১আসনের এম পি জনাব,ইকবাল হোসেন অপু মাননীয় সংসদ সদস্য, উদ্ধোধক মোঃ পারভেজ হাসান ,জেলা প্রশাসক শরীয়তপুর ।
বিশেষ অতিথি ছিলেন শেখ মফিজুর রহমান শরীয়তপুর জেলা দ্বায়রা আদালত শরীয়তপুর। টুনামেন্টির খেলা উদ্ধোধনের শুরুতে শান্তির পতিক পায়ারা উড়িয়ে খেলাটি উদ্ধোধন করেন।
দর্শকের এই সময় উপস্থিতি ছিলো কানায় কানায় পরিপূর্ন।