ময়মনসিংহে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৬:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ৩৮০ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহিম খলিলঃ স্টাফ রিপোটার (ময়মনসিংহ)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দল।
শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি টাউনহল মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ময়মনসিংহ মহানগর শাখার নব-নির্বাচিত আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব জি এস মাহাবুব, সিনিঃ যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান চাঁন, সাবেক সহ-সভাপতি যুবরাজ,সাবেক সহ-সভাপতি সাজু,সাবেক সহ-সভাপতি টারজান, উত্তর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক বাপ্পী মজুমদার,পূর্ব থানা আহ্বায়ক জুয়েল,পশ্চিম থানার সদস্য সচিব কামাল এ্যাডঃ মাসুম,মনির,রিজভী,রনি,শুভ,সুবল, ইমন,সাবেক ছাত্রনেতা সাহাদাত, মুরাদ, জনি, শাওন প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, তারেক রহমান ও ড. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথে রুখে দিবে। এসময় তারা সম্পত্তি বাজেয়াপ্তের আদেশের তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘বিচারহীনতার এই দেশে জনগণ যখন তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নেমে এসেছে, ঠিক তখনই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে সাজানো মামলায় আদালত এই রায় প্রদান করেছেন।
তারেক রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে এখন আর লাভ হবে না, বরং এসব ফরমায়েশি রায় জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করবে।