মাসিক এলাকায় সড়কে তোরণ নির্মাণ ও অন্যান্য প্রচারণা সংক্রান্ত সিদ্ধান্ত

- আপডেট সময় : ১২:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ৩৭৩ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহিম খলিলঃ স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)
আজ বেলা ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার সভাপতিত্বে সিটির ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দের ও অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কক্ষে অনুষ্ঠিত এক সভায় নিম্ন বর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
০১. ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সড়কে নির্মিত সকল তোরণ (যেগুলোর দিবস ইতোমধ্যে অতিক্রম করেছে সেগুলো) আগামী ১৩ জানুয়ারির মধ্যে অপসারণ করতে হবে, অন্যথায় আগামী ১৪ জানুয়ারি থেকে এর বিরূদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
০২. তৎপরবর্তীতে সড়কের উপর নির্মিত রাষ্ট্রীয় বা সরকার সংশ্লিষ্ট তোরণ, দিবস অতিবাহিত হওয়ার ৩ দিনের মধ্যে অপসারণ করতে হবে।
০৩. কোন স্কুল-কলেজ-কোচিং বা কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠান সড়কে তোরণ নির্মাণ করতে চাইলে সিটি কর্পোরেশনের অনুমতি গ্রহণ করতে হবে।
০৪. এছাড়াও, সড়কদ্বীপ সমূহকে প্যানা-পোস্টার মুক্ত রাখতে হবে।
উল্লিখিত বিষয় সমূহের ব্যতয় হলে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।