মির্জাপুর ফতেপুরে রাধাগোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য এমপি-শুভর অনুদান

- আপডেট সময় : ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ৪৮৪ বার পড়া হয়েছে
শুভ সাহাঃবিশেষ প্রতিনিধি
টাঙ্গাইল-মির্জাপুর আসনের জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য খান আহম্মেদ শুভ এমপি মহোদয় আজ(২৫ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ)রোজ:রবিবার৩নং ফতেপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের বহনতলী গ্রামবাসীর আয়োজনে লীলা কীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাধা গোবিন্দ নাট মন্দিরের উন্নয়নের জন্য দুই লক্ষ (২০০০০০/=) টাকা অনুদান প্রদান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুধর্মালম্বীদের আস্থার ও বাংলাদেশের উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট গাজীপুর ও টাঙ্গাইল এর ট্রাস্টি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুর রহমান লাভু,স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাসুদ রানা মাসুম, ৩নং ফতেপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুর রৌফ মিয়া,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,মহেড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া,ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এমারত মিয়া, ৮ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আব্দুল হালিম মিয়া,মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক,মির্জাপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ এর যুগ্ম-আহবায়ক শিশির আহমেদ বিপ্লব সহ ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।